• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

অপরাধ

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর উপর হামলা করে ৫০ লাখ টাকা ছিনতাই

  • ''
  • প্রকাশিত ২৩ আগস্ট ২০২৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জেলার শ্রেষ্ঠ করদাতা, বিশিষ্ট ব্যবসায়ী অলি আহাম্মেদ মজুমদারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ৫০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের সামনে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অলি আহাম্মেদ মজুমদার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত সামছুল হক মজুমদারের পুত্র। তিনি একই গ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী আক্কাছ মজুমদার, তার ভাই বাবলু মজুমদার ও রাফি মজুমদারের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার এএসআই হারুনুর রশীদ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘ভুক্তভোগী ব্যবসায়ী অলি আহাম্মেদ মজুমদারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

বুধবার আহত অলি আহাম্মেদ মজুমদারের ছেলে মামুনুর রশীদ মজুমদার বলেন, ‘হামলাকারীরা টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

আহত ব্যবসায়ী অলি আহাম্মেদ মজুমদারের থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, তিনি উপজেলার মুন্সিরহাট বাজারে মেসার্স ফাতেমা ট্রেডার্স নামীয় প্রতিষ্ঠানে রড সিমেন্ট ও সার ডিলারসহ ঠিকাদারী, ব্রিক ফিল্ড এবং এগ্রো ফিশারীজ ব্যবসা করেন। দীর্ঘদিন ধরে একই গ্রামের বাবলু মজুমদারের নেতৃত্বে কয়েকজন সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টিসহ হুমকি-ধমকি প্রদান করে আসছিল। মঙ্গলবার সকালে অলি আহাম্মেদ মজুমদার কুমিল্লা শহরে আদালতের কাজ শেষে সদর দক্ষিণ থানা এলাকায় ঠিকাদারী কাজ পরিদর্শন করে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা হয়ে নিজ গ্রাম ছাতিয়ানীতে ফিরে আসেন। বিকেলে বাড়ির পাশেই প্রতিষ্ঠিত ফাতেমা ব্রিকস ফিল্ড ও ফাতেমা এগ্রো ফিশারীজ থেকে নগদ ১৫ লাখ টাকা ও ফাতেমা ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধিদের থেকে আরও ৩৫ লাখ টাকা সংগ্রহ করে একটি কালো ব্যাগ নিয়ে ভেন্ডার মীর আলমগীরকে কিছু টাকা দেয়ার জন্য চৌদ্দগ্রাম সাব রেজিষ্ট্রি অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যা পৌনে ৭টায় রেজিষ্ট্রি অফিসের সামনে প্রাইভেটকার থামিয়ে ব্যাগ নিয়ে রেজিষ্ট্রি অফিসের দিকে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী আক্কাছ মজুমদার, তাঁর ভাই বাবলু মজুমদার ও রাফি মজুমদারসহ অজ্ঞাতনামা কয়েকজন অস্ত্রসস্ত্র নিয়ে অলি আহাম্মদের পথরোধ করে হামলা চালিয়ে ব্যাগে থাকা ৫০ লাখ টাকা ছিনিয়ে নেয়। হামলায় ব্যবসায়ী অলি আহাম্মদ মজুমদার মারাত্মক জখম হয়। তাৎক্ষণিক অলি আহাম্মদের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ব্যবসায়ী অলি আহাম্মেদ মজুমদারকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলী আক্কাছ মজুমদার বলেন, ‘একজন ব্যক্তি আমাদের কাছে জায়গা বিক্রি করতে চাইছে। কিন্তু অলি আহাম্মেদ মজুমদার জোরপূর্বক ওই ব্যক্তি থেকে জায়গা রেজিষ্ট্রি করতে চাইলে বাকবিতন্ডার ঘটনা ঘটে। আমার বাবা-মাকে গালিগালাছ করায় হাতাহাতির ঘটনা ঘটে। টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads